শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত

নরসিংদীতে ৪০কেজি গাঁজাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নিউজ ফাস্ট বিডি ডটকম / ৮৫১
প্রকাশকাল শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদী শহরের ভেলানগর থেকে ৪০ কেজি গাঁজাসহ নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার সকাল ৮টার দিকে ভেলানগর বাসস্ট্যান্ড সংলগ্ন সবমেহের টাওয়ারের সামনে রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. ফজল-ই খুদা।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার মো. হোসেন মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৫) ও একই জেলার কাপাশিয়া থানার মিরারটেক এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে উপপরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় সবমেহের টাওয়ারের সামনে রাস্তার উপর থেকে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। ওইসময় তাদের দখল থেকে ৪০কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা এই মাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

তিনি আরো জানান, তারা দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। তবে তাদের বিরুদ্ধে পূর্বে কোন মামলা আছে কিনা যাচাই করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রজু প্রক্রিয়াধিন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর