বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদীতে ৪০কেজি গাঁজাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নিউজ ফাস্ট বিডি ডটকম / ৮৭৬
প্রকাশকাল শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদী শহরের ভেলানগর থেকে ৪০ কেজি গাঁজাসহ নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার সকাল ৮টার দিকে ভেলানগর বাসস্ট্যান্ড সংলগ্ন সবমেহের টাওয়ারের সামনে রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. ফজল-ই খুদা।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার মো. হোসেন মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৫) ও একই জেলার কাপাশিয়া থানার মিরারটেক এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে উপপরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় সবমেহের টাওয়ারের সামনে রাস্তার উপর থেকে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। ওইসময় তাদের দখল থেকে ৪০কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা এই মাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

তিনি আরো জানান, তারা দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। তবে তাদের বিরুদ্ধে পূর্বে কোন মামলা আছে কিনা যাচাই করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রজু প্রক্রিয়াধিন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর