বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

কালীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে গ্রিল মিস্ত্রির মৃত্যু

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫৩৭
প্রকাশকাল মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে কাজ করতে গিয়ে রুবেল মিয়া (২২) নামের এক গ্রিল মিস্ত্রির বিদ্যুৎপৃষ্টে মারা যাওয়ার সংবাদ পাওয়ার গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর উত্তর পাড়া মোড়ল বাড়ি সংলগ্ন গিয়াস উদ্দিন মোড়লের ওয়ার্কশপে।
নিহত ওই গ্রিল মিস্ত্রির বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাগুরিয়া গ্রামের মো.ধানেশ উদ্দিনের ছেলে।
সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল থেকে নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান ঘটনা স্বীকার করে বলেন-
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পরে কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মশিউর রহমান খান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ থানায় পাঠানো হয়েছে।
লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের অভিযোগ দোকানে অরক্ষিত বৈদ্যুতিক তার ও মেশিনের সেফটি না থাকায় অকালে দিতে হলো এ যুবকে প্রাণ।
নিহতের বাবা ধানেশ উদ্দিন বলেন-
আমার ছেলে পাঁচ বছর যাবত আজমতপুর গিয়াস উদ্দিন মোড়লের ওয়ার্কশপে কাজ করতো।
তবে কি ভাবে সে মারা গেছে তার প্রকৃত ঘটনা আমার জানা নেই। তবে গ্রীল দোকানের মালিক আমাদেরকে ফোনে জানিয়েছেন কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে সে মারা গেছে।
ছেলের লাশ আনার জন্য কালীগঞ্জ থানায় যাচ্ছি।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর