বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নরসিংদীতে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৬৯৪
প্রকাশকাল রবিবার, ১১ জুন, ২০২৩

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

নরসিংদীতে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শনিবার সকাল ১১টায় পঞ্চবটি বাজারের মতিন সাহেবের কাপড়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শ্রীনগর চরপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে বাছেদ (৩৮) ও উত্তরপাড়া গ্রামের মৃত বেদন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮)।
শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মডেল থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া।
মডেল থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া জানান, শনিবার সকালে মাদক বহন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চবটি বাজারে এসআই মনোয়ার হোসেন তার ফোর্স সহ অভিযান পরিচালনা করে ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বস্তায় ভর্তি ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।
এসময় তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা রজু করা হয়েছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর