শিরোনাম
চন্দনাইশে ২টি বিরল প্রজাতির ধনেশ পাখিসহ আটক-১

এসএম জাকির চন্দনাইশ
চট্টগ্রাম চন্দনাইশে বিরল প্রজাতির ২টি রাজ ধনেশ পাখিসহ ১ পাচারকারীকে
আটক করেছে থানা পুলিশ। গত ২৮ মে রাতে চন্দনাইশ থানা পুলিশ চট্টগ্রাম
মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনে
অভিযান চালায়। এ সময় পাচারকালে মো. মিজানুর রহমান (৪৭) কে ২টি বিরল
প্রজাতির রাজ ধনেশ পাখিসহ আটক করে। এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করে আটককৃত পাবনা জেলার ভেড়া উপজেলার সিংহাসন এলাকার মৃত
ফজিয়ার রহমানের ছেলে, শ্যামলী গাড়ির সুপারভাইজার মিজানুর রহমানকে ৪
মাসের সাজা দিয়ে আদালতে প্রেরণ করেন।
এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর