নরসিংদীতে ঐতিহ্যবাহী সাটিরপাড়া স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত।

সফিকুল ইসলাম রিপন নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী ঐতিহ্যবাহী সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ইনস্টিটিউশনটির সবুজ চত্ত্বরে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)
গভর্নিং বডির সভাপতি ফারজানা নজরুল এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা, গভর্নিং বডির সদস্য সাখাওয়াত হোসেন মোল্লা, মোজাম্মেল হক,জাকির হোসেন, মমিনুর রহমান, আলমগীর মোল্লা, দীপক কুমার সাহা, ছাদিকা আক্তার, হাবিবুর রহমার ভূইয়াসহ পরিক্ষার্থীরা।
এসময় জেলা পুলিশের পক্ষ থেকে৩৩০ জন পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সরমজাম যেমন জ্যামিতি বক্স,কলম, ফাইল তুলে দেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের তিনি বলেন আজকের শিক্ষার্থীরাই আগামীর ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর। ভিশন ৪২ বাস্তবায়ন একমাএ তোমরা করতে পারবে। দেশকে বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে চলার পথ তোমরাই দেখাবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন তোমরাই করবে তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরিক্ষা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে দৃঢ বিশ্বাস