শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সফিকুল ইসলাম রিপন | নিউজ ফাস্ট বিডি ডটকম / ৭৭১
প্রকাশকাল মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

ঈদকে সামনে রেখে দেশব্যাপী খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে ৩শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব নরসিংদী শাখা। মঙ্গলবার (১৮এপ্রিল) দুপুরে নরসিংদী আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

প্রকৃতি ও জীবন ক্লাবের দেয়া খাদ্যসামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা। তারা বলছেন, ঈদের আগে এমন উপহার ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে। এই পর্যন্ত কারও কাছ থেকে এমন সহায়তা পায়নি কেউ। তাই তারা আনন্দিত।

প্রকৃতি ও জীবন ক্লাব নরসিংদী শাখার প্রধান উপদেষ্টা ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া’র সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ মাসুম ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৃতি ও জীবন ক্লাব নরসিংদী শাখার উপদেষ্টা ড. মশিউর রহমান মৃধা, ড. মোয়াজ্জেম হোসেন, হলধর দাস, মনজিল-এ-মিল্লাত, মোতাহার হোসেন অনিক, একেএম শাহজাহান মিয়া, রায়হানা সরকার, সরকার ছগীর আহমেদ, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী সুমন রায় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা প্রশাসক বলেন, প্রকৃতি ও জীবন ক্লাব বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমান প্রেক্ষাপটে অসহায় দুস্থ মানুষজন চাল, ডাল ও তেল পেয়ে ঈদের আনন্দ আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবে বলে আমি বিশ্বাস করি।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর