বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

একুশে টেলিভিশনের ২৪তম বর্ষপূর্তি উদযাপন

সফিকুল ইসলাম রিপন | নিউজ ফাস্ট বিডি ডটকম / ১১৪৫
প্রকাশকাল শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

নরসিংদীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ২৪ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদী প্রেসক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর শাহ্, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সাধারণ সম্পাদক এমএ আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হলধর দাস, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহা।

এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায় ও জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম রিপন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান।

আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে একুশে টেলিভিশনের ২৪তম বর্ষপূর্তির কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আলী বলেন, পথচলার ২৪তম বছর পূর্ণ করেছে দেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন । ১৯৯৯ সালে এর যাত্রা শুরু করে চ্যানেলটি। দীর্ঘ পথপরিক্রমায় একুশে টেলিভিশনের রয়েছে ব্যাপক অর্জন। অত্যন্ত জনপ্রিয় এই চ্যানেলটি দেশে সাড়া জাগাতে সক্ষম হয়েছিল, আমি একুশে টেলিভিশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর