শিরোনাম
পাইকারচরে ঈদ উপহার বিতরণ করলেন সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নরসিংদীর মাধবদীতে এক হাজার নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে মাধবদীর পাইকারচরের বালাপুর হাই স্কুল মাঠে এই ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়। নিজস্ব অর্থায়নে এসব ঈদ উপহার বিতরণ করেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও শহর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র মো. কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম।
পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ১১ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় এই ধারা অব্যাহত রাখবেন বলে জানান মো. কামরুজ্জামান কামরুল।
এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর