বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

ইয়াবা সহ ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নিউজ ফাস্ট বিডি ডটকম / ১০৫৭
প্রকাশকাল মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নরসিংদীতে পাঁচশত পিস ইয়াবা টেবলেটসহ আতাউর রহমান (৩২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাধবদী থানাধীন শেখেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

গ্রেপ্তার আতাউর রহমান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, দুপুরে মাধবদী থানাধীন শেখেরচর এলাকায় ইয়াবার চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মাধবদী থানা পুলিশের একটি দল। এসময় সেখান থেকে আতাউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেহ তল্লাশী করে পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাধবদী থানায় নিয়ে আসা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, গ্রেপ্তার আতাউর রহমানের বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পূর্বে তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতির প্রস্তুতি সহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর