নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোরে নরসিংদী শহরের দাসপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদরের টাউয়াদি, দাসপাড়া ও ঘোড়াদিয়া এলাকার ফজর আলী(৪৩), রফিকুল ইসলাম (২৯) এবং রবিন মিয়া (২১)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে সদরের দাসপাড়া এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন গোপনে সংবাদ পায় নরসিংদী মডেল থানা পুলিশ। পরে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও ৫ থেকে ৬ জন। এসময় তাদের কাছ থেকে ১টি স্টিলের চাপাতি, ২টি চাইনিজ কুড়াল ও ১টি রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ডাকাত এবং তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে দাবী পুলিশের।