বন্দুক, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

নরসিংদীতে পৃথক দুটি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার ( ২১ মার্চ ) ভোরে জেলার মনোহরদী উপজেলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফ হোসেন(৩০), সুমন মিয়া (৩০), রিজন খান(৩৪), রুবেল মিয়া (৩০), রূপচান মিয়া (৪৫), নজরুল ইসলাম (৩২) ও ইব্রাহীম মিয়া (২৪)।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেফতাকৃতদের মধ্যে ৫ ডাকাত মনোহরদী উপজেলার হিতাশী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অন্য তিন ডাকাত সদস্য জেলার সদর উপজেলার শালিধা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি, ৩টি রামদা, চাইনিজ কুড়াল ও ২ট চাপাতী উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোশারফ হোসেনের বিরুদ্ধে ১৮ টি আরিফ হোসেন ও রুপচাঁন এর বিরুদ্ধে ৭/৮ টিসহ বাকিদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে ।