নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত।
ওবায়েদুল কবীর’ নরসিংদী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া”র আত্মার মাগফিরাত কামনায় নরসিংদীতে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ যোহর নরসিংদীর ৯নং ওয়ার্ডের ভাগদী (মীরবাড়ীর মোড়) এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদীর জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রায়হান, শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি খবিরুল ইসলাম বাবুল বলেন দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তার আদর্শকে বুকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিএনপি নেতা নুরুল হক খন্দকারের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মকবুল হোসেন ভূঁইয়া, আলম ভুইয়া, জাকির হোসেন, আইয়ুব খান, আসিফ জহির অংকুর, মাহমুদুল কবির বাবলু, আমজাদ হোসেন ভূঁইয়া, ইল্লালহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








