আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন
সফিকুল ইসলাম রিপন নরসিংদী
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন আওয়ামী লীগের হাতে প্রচুর অবৈধ অস্র ও টাকা রয়েছে। তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে অস্রের লাইসেন্স নিয়েছিল, সেই অস্র আজও উদ্ধার হয়নি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধ অস্র এনে দেশে নির্বাচনকে বানচাল করতে পাঁয়তারা করছে ,তারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, দেশের নির্বাচনকে ভন্ডুল করতে উঠে পরে লেগেছে, তারা আওয়ামী লীগের ছাএলীগকে ইতিমধ্যই মাঠে নামিয়েছে, তারই বহিঃপ্রকাশ গতকাল হাদির উপর নির্মম হামলা হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই অবৈধ অস্রধারী সন্ত্রাসীকে আটক করে দেশবাসীর কাছে তার মুখুশ উন্মোচন করতে হবে। গতকাল শনিবার বিকেলে জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৮ আসনের প্রাথী শরিফ উসমান হাদীর উপর হামলার ঘটনায় জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ ও মিছিলে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, বিজি রশিদ নওশের, খবিরুল ইসলাম বাবুল, ভিপি ইলিয়াস, ছাএদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ,আব্দুর রউফ ফকির রনি সহ আরো অনেকে।








