নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে মাধবদীর পুরানচর বাজার থেকে খলিল মিয়া (৩৫) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মাধবদী থানাধীন পাইকারচর ইউনিয়নের পুরানচর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
গ্রেপ্তার খলিল মিয়া নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন চরদীঘলদী ইউনিয়নের দোয়ানি গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি চরদীঘলদী ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানাধীন পাইকারচর ইউনিয়নের পুরানচর বাজারে অভিযান চালানো হয়। এসময় মাধবদী থানার উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ওই বাজার থেকে গ্রেপ্তার করে। তিনি চরদীঘলদী ইউনিয়নে একটি মারামারির পর থেকে পলাতক ছিলেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার কৃষকলীগ নেতা খলিল মিয়াকে একটি মারামারি মামলা ও বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।