নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস

নরসিংদী প্রতিবেদক: নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাখন দাস। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা জানানো হয়।
পত্রের মাধ্যমে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ জানায়, সম্প্রতি নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের দায়িত্বরত সভাপতি অনিল চন্দ্র ঘোষের প্রয়ানে পদটি শুন্য হয়। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত মাখন দাস জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী সকল নিয়ম-কানুন মেনে চলার নির্দেশনার পাশাপাশি জেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধও জানানো হয়।
#