বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক : ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলের নেতারা

নিউজ ফাস্ট বিডি ডটকম / ২৮৬
প্রকাশকাল বুধবার, ২৩ জুলাই, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে চারটি রাজনৈতিক দল জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলনে এই কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনিও বৈঠকে উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা শুধু ঐক্যর কথা বলেননি, তিনি দলগুলোর ঐক্যটা আরেকটু দৃশ্যমান চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা জানান, ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক কিংবা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক- দলগুলো একসঙ্গে থাকলে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে। সব দলকে একসঙ্গে দেখে জনগণ খুশি হবে।’

রাজনৈতিক দলগুলো মাঠে যাই বলুক না কেন, যখনই উপদেষ্টার ডাক আসে তারা হাজির হন বলে জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো জানিয়েছে, তাদের ঐক্য নিয়ে কোনোরকম হতাশা বা প্রশ্ন থাকার প্রয়োজন নাই। ফ্যাসিবাদী পক্ষের দল মাঝে মাঝে মাথাচাড়া দেয়ার চেষ্টা রয়েছে। তাই প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে দলগুলো।’

এর আগে রাত ৯টার দিকে চলমান পরিস্থিতি উত্তরণে করণীয় ঠিক করতে প্রধান চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নিজ দলের পক্ষে অংশ নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান নেতৃত্ব দেন দলের পক্ষে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি এই সংলাপে সরকারের তরফে অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ আরও কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্য। প্রায় দেড় ঘণ্টা চলে সংলাপ।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর