নরসিংদীতে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের সাথে এনসিসিআইয়ের মত বিনিময়

নরসিংদী প্রতিনিধি :
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের সাথে স্টেক হোল্ডার এবং বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু।
এসময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পরিচালক নাজমুল হক ভূঁইয়া, দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো. ছানাউল্লাহ, সারোয়ার হোসেন ভূঞা, মো. আসাদুজ্জামান, ইনডেক্স প্লাজা ব্যবসায়ী সমিতির আহবায়ক মোসাব্বির আহমেদ নাসিরসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ।
মত বিনিময় সভায়, ব্যবসায়ীবৃন্দরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেল, চাল, ডাল, এসবের দাম কি কারণে বাড়ছে, কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় প্যাকেটের নির্ধারিত মূল্যে বিক্রি ও মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এসময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করবে বলে জানানো হয় সভায়। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলেও জানান তারা।া