বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নরসিংদীতে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত।

নিউজ ফাস্ট বিডি ডটকম / ২৭১
প্রকাশকাল সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মনিরুজ্জামান নরসিংদীঃ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (BNWLA) এর আয়োজনে ২২ ডিসেম্বর(রবিবার ) বিকেলে নরসিংদী জেলা ও দায়রা জাজ আদালত এর সম্মেলন কক্ষে আইনি প্রক্রিয়ায় অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে ‘জেলা পর্যায়ে কেস রেফারেল লিংকেজ প্রতিষ্ঠা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় সিম্স (Strengthened and Informative Migration Systems) প্রকল্পের ‘এক্সেস টুজাস্টিস’ কার্যক্রমের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জাজ , শেখ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র সভাপতি এডভোকেট সালমা আলী। অনুষ্ঠানটিতে সংশ্লিষ্ট বিচারকসহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও নরসিংদী জেলা লিগ্যাল কমিটির প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন। এতে স্বাগত বক্তব্য প্রদান সহ অনুষ্ঠানটি পরিচালনা এবং বিষয়বস্তুর উপর উপস্থাপনা করেন সিম্স প্রকল্পের ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি, সুইজারল্যান্ড সরকার ও হেলভেটাস বাংলাদেশকে চাঁদপুর জেলায় অভিবাসন কর্মীদের জন্য আইনী সেবা কার্যক্রম বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন- অভিবাসনকর্মীগণ বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ চালিকা শক্তি। অথচ এদের অনেকেই অসচেতনতার কারনে বিপদে পড়ছে কিন্তু প্রয়োজনীয় সহযোগীতার জন্য কোথায় যেতে হবে তা তারা জানে না। তাই তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতি তার বক্তব্যে ভুক্তভোগী অভিবাসন কর্মীদের ন্যায়বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পাদনের উপর জোর দিয়ে বলেন- বিচারকার্যের দীর্ঘসূত্রীতা, ডকুমেন্ট ও প্রমানের ঘাটতির কারনে আসামীরা পার পেয়ে যায়, ফলে অনেক ক্ষেত্রেই ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। তিনি জেলা লিগ্যাল এইড কার্যালযের আইনি সহযোগীতার মাধ্যমে সহজেই ভুক্তভোগী অভিবাসীকর্মীদের জন্য ন্যায় বিচারের অভিগম্যতা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (BNWLA) এর সদস্য আইনজীবী, অভিবাসীদের আইনী সহায়তায় প্যানেল আইনজীবী, ওকাপ প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর