শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত

নরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিল্পপতি রিন্টুর নেতৃত্বাধীন ১৮ পরিচালক নির্বাচিত।

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৩৬৫
প্রকাশকাল সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

সফিকুল ইসলাম রিপন নরসিংদী।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিশিষ্ট শিল্পপতি রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন প্যানেলের ১৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন প্যানেলের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে ১৫ জন পরিচালক প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এরই প্রেক্ষিতে রবিবার(৮ ডিসেম্বর ) নির্বাচন বোর্ড কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৮ জন পরিচালককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্ভরযোগ্য বিশ্বস্ত সূত্রে জানা যায়, পরিচালকদের সর্বসম্মতিক্রমে নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি রাশেদুল হাসান রিন্টুই হচ্ছেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট।
চেম্বার সূত্রে জানা যায়, জেলার ব্যবসায়ীদের সর্ব বৃহৎ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য সংখ্যা প্রায় ৬৭০০। এবারের নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। নির্বাচনে সাধারণ শ্রেণীতে ২১ জন ও সহযোগী শ্রেণীতে ১৪ জন প্রার্থীর বৈধ মনোনয়ন ঘোষণা করে নির্বাচন বোর্ড।
নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাধারণ শ্রেণীর ৯ জন ও সহযোগী শ্রেণীর ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বাকিদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
সাধারণ শ্রেণীতে নির্বাচিত পরিচালকেরা হলেন, রাশেদুল হাসান রিন্টু, আব্দুল কাইউম মোল্লা, মো. নাজমুল হক ভূঞা, মো. দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ছানাউল্লাহ (মিলন), নাসির আহমেদ রিগান, মো. মনির হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. রাজিবুল আলম।
সহযোগী শ্রেণীতে নির্বাচিত পরিচালকেরা হলেন, হাসিব আহম্মেদ মোল্লা, মো. সারোয়ার হোসেন ভূঞা (ঝন্টু), আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মো. সোহেল সরকার ও ইফরান আহম্মেদ মোল্লা (রিপন)।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া বলেন, তফসিল অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অনেকেই প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ শ্রেণীর ১২ জন ও সহযোগী শ্রেণীর ৬ জনকে নির্বাচিত পরিচালক হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচিত পরিচালকদের মধ্য হতে একজন প্রেসিডেন্ট ও দুইজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
রাশেদুল হাসান রিন্টু বলেন, ‘আমি অতীতে নরসিংদী চেম্বারে বৈষম্যের স্বীকার হয়েছি। ছাত্র আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশে ব্যবসায়ীদের ঐক্যমতের ভিত্তিতে আমার সম্পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
তার এবং তার প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা রেখে যারা প্রার্থীতা প্রত্যাহার করেছে তাদের সহ চেম্বার অব কমার্সের সকল ব্যবসায়ীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, ‘নরসিংদী একটি সম্ভাবনাময় জেলা। নানা প্রতিবন্ধকতা থাকার কারণে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।এসকল সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান করে ব্যবসার পরিবেশ ও চেম্বারের সার্বিক উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান তিনি। তাই আগামী দিনের পথচলায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর