প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত ২৭ সেপ্টেম্বর বঙ্গবিকাশ পত্রিকায় ও এস মিয়া নামের একটি ফেইসবুক পেইজে,, শীলমান্দী ভুমি অফিস সহায়ক মমিন ভুইয়ার অবৈধ সম্পদের পাহাড়,, শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মমিন ভূইয়া। সেই সাথে তিনি প্রকাশিত সংবাদের ব্যখ্যা প্রদান করেছেন। প্রতিবাদে তিনি বলেন, প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা , বানোয়াট ও উদ্দ্যেশ্য প্রনোদিত। প্রকাশিত সংবাদের তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছন। প্রকাশিত সংবাদের ব্যখ্যায় তিনি বলেন, শেখেরচর বাজারস্থ ৯৭৭ খতিয়ান ভুক্ত ১৩৭১ দাগে ১.২৭ শতাংশ দোকান ভিটি তার দাদা সামসুল হক ভুইয়া মমিন ভুইয়াসহ তার তিন নাবালক নাতি মোর্শেদ ভুইয়া, আসাদ ভুইয়া ও মিজান ভুইয়াকে দান করে দেন। আনন্দিতে যে বাড়ি রয়েছে তা মমিন ভুঁইয়ার এক দাদী মোসাম্মৎ নেহারা বেগম যিনি স্বপরিবারে আমেরিকা প্রবাসী, তার কাছ থেকে বালুসাইর মৌজার বাড়ি এওয়াজ বদলের মাধ্যমে প্রাপ্ত হন। এছাড়া শেখেরচর বাজারে একটি দোকান ভিটি তার স্ত্রী তার বড় বোনের নিকট থেকে প্রাপ্ত হন। দাদা সামসুল হক ভুইয়ার দেওয়া দোকানই মমিন ভুইয়া ও তার ভাইদের আয়ের মূল উৎস। চাকুরী জীবনে তিনি সম্পুর্ন সততা , নিষ্ঠা ও স্বচ্ছতা বজায় রেখে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন।