মোঃ আলী হোসেন শিশির ( সিআইপি) এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নিন্দার ঝড়।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সফল প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন শিশির এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নিন্দার ঝড় ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ ।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সফল প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন শিশির( সিআইপি) বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব মামলাকে ঘিরে পুরো জেলায় প্রতিবাদের ঝড় উঠেছে। ব্যবসায়ী মহল, থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাই এটাকে ভিক্তিহীন বলে মনে করেন। তাদের অভিমত নরসিংদীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অতীতে রাজনৈতিক কোন মামলা নেই, দাঙ্গা হাঙ্গামা নেই তাহলে এটি কিসের ইঙ্গিত বহন করে।
আলী হোসেন শিশির নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে করোনা কালীন সময়ে নরসিংদী বাবুর হাট বাজার চালু রেখে নজির স্থাপন করেছিলেন এবং ব্যবসায়ীদের প্রায় তিনশ কুটি টাকা সুদ মুক্ত ঋণ দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেন। যা ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া পরেছিল। তিনি সততার সহিত চেম্বারের হাল ধরে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময় তার সততা, ন্যায়পরায়ণতা, এবং ব্যবসায়িক শৃঙ্খলা প্রতিষ্ঠার কারণে তিনি জেলার একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন। কিন্তু সাম্প্রতিক রাজনীতি পট পরিবর্তনের পর উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে কতিপয় স্বার্থানেষী মহল।
নরসিংদীর সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহল মনে করছেন, আলী হোসেন শিশিরকে পরিকল্পিতভাবে হেয় করার জন্য এ ধরনের মিথ্যা মামলা করা হচ্ছে। তিনি এসব মামলার দ্রুত তদন্ত করে সঠিক তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন। মামলার এ ধারাবাহিকতায় তার পরিবারও চরম মানসিক চাপের মধ্যে রয়েছে বলে জানা গেছে।
এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত এসব মামলার প্রত্যাহার দাবি করেন নরসিংদীর সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ ।
এই ঘটনায় নরসিংদীর রাজনৈতিক অঙ্গনেও সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এমন ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে যা কাম্য নয়। এ বিষয়ে মোহাম্মদ আলী হোসেন শিশির সিআইপি জানান
আমি জীবনে কোন দিন বিএনপি – জামাত এর নেতাকর্মীসহ কারও নামে ই মামলা করাতো দূরে থাক একটি জিডিও করিনি
আমার নামেও আমার ৪৫ বছর বয়সের জীবনে কেউ কোনদিন মামলা করা তো দূরে থাক জিডিও করেনি।
বিএনপি -জামাত এর নেতাকর্মীর সহ কোন মানুষকে পুলিশ/ প্রশাসন দিয়ে হয়রানি করেছি এমন কথা নরসিংদী জেলাবাসী কেউ বলতে পারবেনা।
আর ছাত্র-জনতার আন্দোলনের এই সময়টুকুতে জুলাই-আগস্ট মাসে আমি পুরোটা সময়ই ঢাকা ছিলাম। নরসিংদীতে ই আসিনি।
আমি বি এনপি – জামাতের সম্মানিত জেলা নেতৃবৃন্দের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব,
এ আন্দোলন সংগ্রামে আমি উপস্থিত ছিলাম,,,
এমন প্রমাণ যদি কেউ দিতে পারেন,,, ভিডিও ফুটেজ অথবা ছবি দিয়ে প্রমাণ করতে পারেন
তাহলে আমার নামে মামলা দেন আমার বলার কিছু থাকবেনা কিন্তু আমাকে মিথ্যা হয়রানি মূলক রাজনৈতিক মামলায় দয়া করে জড়াবেন না এবং বিনয়ের সহিত অনুরোধ করবো যারা প্রকৃত আসামি, তাদেরকে হত্যা মামলার আসামি করুন তাহলে আন্দোলনে নিহত শহীদ পরিবার সঠিক বিচার পাবে। নিরাপরাধ মানুষকে হয়রানি করার জন্য ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য হত্যা মামলার মিথ্যা আসামি করলে শহীদের আত্মা কষ্ট পাবে।