নরসিংদীতে এপেক্স ক্লাবের যৌথ ক্লাব স্কুলিং অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে এপেক্সের ৪টি ক্লাবের যৌথ ক্লাব স্কুলিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে অরবিট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এপেক্স বাংলাদেশের জেলা ১ এর এপেক্স ক্লাব অব ভৈরব, এপেক্স ক্লাব অব টিউলিপ, এপেক্স ক্লাব অব রায়পুরা, এপেক্স ক্লাব অব নরসিংদী গ্রীন (ইউসি) এর যৌথ আয়োজনে এ ক্লাব স্কুলিং অনুষ্ঠিত হয়।

এপেক্স ক্লাব অব ভৈরব
জেলা গভর্নর-১ এপেক্সসিয়ান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
যৌথ ক্লাব স্কুলিং অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান ডা. মজিবুর রহমান ও এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি এপেক্সিয়ান হাবিবুর রহমান চৌধুরী।

এপেক্স ক্লাব অব টিউলিপ
বিশেষ অতিথি ছিলেন এনআইআরডি এপেক্সিয়ান মেহেদী আহমেদ, জেলা গভর্নর-১ এপেক্সসিয়ান সাইফুল ইসলাম, জেলা গভর্নর-২ এপেক্সিয়ান মোস্তফা আল আতিক, জেলা-১ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি এপেক্সিয়ান মো. মকসুদুর রহমান মামুন,আইপিএনএডি এপেক্সিয়ান অলিউল্লাহ রিপন।

এপেক্স ক্লাব অব রায়পুরা
এছাড়া যৌথ ক্লাব স্কুলিংয়ে অংশগ্রহণ করেন এপেক্স ক্লাব অব ভালুকার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সাইদুর রহমান, এপেক্স ক্লাব অব ঢাকা রয়েলসের এপেক্সিয়ান আদিল ভূইয়া, এপেক্সিয়ান আরিফুল হাসান, এপেক্স বার্তা এডিটর কাজী এপেক্সিয়ান মেহেরুন নাহার লাভলী, এপেক্স ক্লাব অব ভৈরব এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান আব্দুর রউফ সরকার, আইপিপি এপেক্সিয়ান মতিউর রহমান ভূইয়া জাকির, এপেক্স ক্লাব অব টিউলিপের প্রেসিডেন্ট এপেক্সিয়ান লুবনা নাসরিন লতা ও সেক্রেটারি এপেক্সিয়ান সম্পা বেগম, এপেক্স ক্লাব অব রায়পুরার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোস্তফা মিয়া ও সেক্রেটারি এপেক্সিয়ান শামসুল হুদা আনসারীসহ চারটি ক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এপেক্স ক্লাব অব নরসিংদী গ্রীন (ইউসি)
রিসোর্স পারসনগন গুরুত্বপূর্ণ ক্লাব বাই-ল ও ক্লাবের জন্য করণীয় শীর্ষক আলোচনা করেন।