শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত

নরসিংদীতে সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত  ৬০টি আগ্নেয়াস্ত্রসহ ৪ হাজার রাউন্ড গোলাবারুদ র‍্যাবের কাছে হস্তান্তর

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৩২৮
প্রকাশকাল সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নরসিংদী প্রতিনিধি:
গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ এর কার্যালয় থেকে লুট হওয়া বিভিন্ন ধরণের ৬০টি আগ্নেয়াস্ত্র ও চার হাজার রাউন্ড বিভিন্ন ধরণের গোলাবারুদ  উদ্ধার করে র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্প। আজ সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে এই হস্তান্তর কার্যক্রম করা হয়। র‍্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে থাকা সেনাবাহিনী ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক  লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব।

সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর জিহান উদ্দিন আহমেদ খাঁনের নেতৃত্বে একটি টহল দল রাজধানীর শেখ রাসেল সেনানিবাস থেকে নরসিংদী ক্যাম্পের দিকে যাচ্ছিল। এসময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১০ এর সদর দপ্তর অতিক্রম করার সময় দেখতে পায় যে, বিক্ষুব্ধ ছাত্র-জনতা র‍্যাব-১০ এর সদর দপ্তরে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালাচ্ছে। তাৎক্ষণিক অবস্থায় ওই টহল দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে একটি বিশেষ অভিযানের মাধ্যমে জনতার কাছ থেকে লুণ্ঠিত ৬০টি অত্যাধুনিক অস্ত্র ও ৪হাজার রাউন্ড বিভিন্ন ধরণের গোলাবারুদ ও অন্যান্য দ্রব্যসামগ্রী উদ্ধার করে সেনাবাহিনী। এসময় ৬জন র‍্যাব সদস্যকে জনতার হাত থেকে উদ্ধার করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের  ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিব, ক্যাপ্টেন তাহমিদ, ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমসহ সেনা বাহিনী ও  র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সট : লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর