বিদেশী পিস্তল সহ হত্যা মামলার আসামী গ্রেপ্তার।

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এজাহারভূক্ত আসামী মো. আমিরুল উরফে আমিনুল ইসলাম কে গ্রেপ্তার করার পর তাহার দেওয়া তথ্যমতে বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয় নরসিংদী মডেল থানার মামলা গত ২২ জুলাই ২০১৪ সনের বিষ্ফোরক উপাদানাবালী আইনের ৩ ধারা এর এজাহারভুক্ত আসাম মো. আমিরুল উরফে
আমিনুল ইসলাম কে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে গতকাল
রাত অনুমান সোয়া ১১ টায় নরসিংদী মডেল থানাধীন হাজীপুর এলাকা থেকে
গ্রেফতার করেন।
আসামীকে গ্রেফতার করে বর্নিত মামলার ভিকটিম ফারুক মিয়ার হত্যাকান্ডের বিষয়ে
জিজ্ঞাসাবাদ করলে এবং মামলার ঘটনাস্থলের ধারনকৃত ভিডিও ফুটেজে তার অস্ত্র হাতে ছবির বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে আসামী মো. আমিরুল উরাফ আমিনুল ইসলাম উপরোক্ত
মামলার ভিকটিম ফারুক মিয়া হত্যাকান্ডের ঘটনার সহিত জড়িত আছে মর্মে স্বীকার করে।
তিনি হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে তথ্য প্রদান করেন।
আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ সাইয়াদুর রহমান সংগীয় ফোর্স সহ আসামীকে সাথে নিয়া আসামীর নিজ গ্রাম আলীপুর তার বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এ সময় তার দেয়া তথ্যে আমিরুল ওরফে আমিনুল ইসলাম এর বসত ঘরে উপস্থিত হলে আসামীর তার দেখানোমতে তার নিজ হাতে ১টি বিদেশী পিস্তল ও ১টি
ম্যাগজিন বের করে দেন। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনের নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।