বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নরসিংদীর চরাঞ্চলে ফারুক হত্যার বিচার এবং শান্তি প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৩৬৬
প্রকাশকাল শনিবার, ২৯ জুন, ২০২৪

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত কাজী ফারুকের হত্যাকারীদের বিচার এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২৯ জুন) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত আলিপুর, বাহেরচর, নজরপুর, চেঙ্গাতলী এবং দিলারপুর গ্রামের হাজারো নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়। এসময় বিগত সময়ে হত্যাকান্ডের শিকার হওয়া পরিবারের সদস্য এবং এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এর আগে (১৯ জুন) বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিপুর গ্রামের ইসমাইল হোসেন কোম্পানী গ্রুপের এলোপাথারী টেঁটা এবং গুলির ঘটনায় আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামের খলিল মিয়ার ছেলে কাজী ফারুক আহমেদ (৪৫)। এই ঘটনায় আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। এর পর থেকেই এলাকায় চাঁপাখোব বিরাজ করছিলো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই আলিপুর এলাকার ইসমাইল কোম্পানী এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত ১ যুগে অন্তত অর্ধ ডজন হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এদিকে মানববন্ধনে অংশ নিয়ে নিহত ফারুকের স্রী তার স্বামীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানিয়েছেন। অশ্রুসিক্ত কন্ঠে তিনি আরো বলেন আমার স্বামীর মত আর কোন সন্তান যেন এই বয়সে বাবা হারা না হয়,


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর