বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

হার্ট, লিভার সুস্থ রাখতে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে অলিভ অয়েল, রাইস বার্ন, সয়াবিন এবং সানফ্লাওয়ার ভোজ্য তৈল ব্যবহার করুন।

নিউজ ফাস্ট বিডি ডটকম / ২৯৯
প্রকাশকাল সোমবার, ১০ জুন, ২০২৪

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদী’র অয়েলিছ ইন্টারন্যাশনাল লিমিটেড ১০০% থাইল্যান্ড থেকে সরাসরি আমদানীকৃত অলিভ অয়েল, রাইস বার্ন, সয়াবিন এবং সানফ্লাওয়ার ভোজ্য তৈল সরবরাহকারী প্রতিষ্ঠান। অয়েলিছ ইন্টারন্যাশনাল তৈল শতভাগ কোলেস্টেরল, ফ্যাট ও সুগার ফ্রি।

এতে রয়েছে ভিটামিন এ, ওমেগা- ৩, ওমেগা- ৬ এবং ওমেগা- ৯। এরমধ্যে ওমেগা- ৩ হৃদরোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এবং বিপজ্জনক কোলেস্টেরলের মাত্র নিয়ন্ত্রণ করে।
এছাড়া হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ওমেগা- ৬ ও ওমেগা- ৯ ফ্যাটি এসিড আমাদের মেটাবলিজম ঠিক রাখে। সেই সঙ্গে মস্তিস্কের কার্যকলাপ ঠিক রাখে। হাড় ক্ষয়রোধ করে ও হাড় গঠনে সাহায্য করে এবং প্রজনন ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
তাই আপনার সুস্থতার জন্য রান্নায় নিশ্চিন্তে এই তৈল ব্যবহার করতে পারেন। এতে আপনি ও আপনার পরিবার থাকবে সুরক্ষিত, থার্মেক্স_গ্রুপ পরিচালনায় এই তৈল বাজারজাত করা হচ্ছে। এবং
এই তৈলের লভ্যাংশ থেকে বাইতুল ফাতাহ জামে মসজিদের সম্পূর্ণ খরচ বহন করা হবে।
তৈলের মূল্যঃ
সয়াবিন ১ লিটার = ৩২০ টাকা
সয়াবিন ২ লিটার = ৬৩০ টাকা
রাইছ বার্ন ১ লিটার = ৩৩০ টাকা
বিক্রয় স্থান ঃপ্রাইম হাসপাতালের পশ্চিম পাশে _ জনাব কাদির মোল্লা’র অর্থায়নে নির্মিত “বাইতুল ফাতাহ জামে মসজিদ সংলগ্ন,,তরোয়া, নরসিংদী।
বিঃদ্রঃ এই তৈল অন্যান্য তৈল অনুযায়ী রান্নায় ৩০% কম ব্যবহৃত হয়।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর