আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স এমসিএস লিঃ এর প্রতারনায় নিঃস্ব আমানতকারীগন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কাফরুল থানাধীন ৮২/৪ এ এর ইব্রাহিমপুর মেইন সড়ক অবরোধ করে আন্দোলন করছে আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স এমসিএস লিঃ এর বিনিয়োগকারি গন। আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স এমসিএস লিঃ এর চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান এবং তার ভাই এর নামে প্রতারনার মামলাও করেন ভুক্তভোগীরা। প্রতারনা মামলায় জামিনও পান তারা। ভুক্তভোগীরা র্দীঘদিন টাকার জন্য তাদের দারস্থ হওয়ার পরও এ বিষয়ে কোন সমাধান পাননি তাই আজ ভুক্তভোগীরা কোন উপায় না পেয়ে তারা তাদের পাওনা টাকা আদায়ের লক্ষে আজ বিকাল থেকে আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স এমসিএস লিঃ এর প্রধান কার্যলয়ের সামনে কচুক্ষেত মিরপুর ১৪ নং প্রধান সড়ক অবরোধ করেন। সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সদস্য সহ সাধারন জনগণ এ প্রতারনার স্বীকার হন। আমানতকারীদের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।