বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

৫টি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনা বাহিনী

নিউজ ফাস্ট বিডি ডটকম / ১৯৯
প্রকাশকাল রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুণ্ঠিত হওয়া একটি শর্টগান, একটি কাটি রাইফেল, ২৬ রাউন্ড রাবার বুলেট ও ডাকাতদের থেকে ৩টি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সেনা বাহিনী ২৮ ইস্ট বেঙ্গলের বিশেষ টহল টিম। উদ্ধারকৃত এসব অস্ত্র ও বুলেট নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদে কাছে হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী ২৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব। আজ দুপুরে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সেনা ক্যাম্পে এই হস্তান্তর কার্যক্রম করা হয়।
এসময় সাথে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

নরসিংদী সেনা ক্যাম্প জানায়, গত ১৩ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে চিনিশপুর কালির হাট এলাকার একটি বাড়িতে তল্লাশী চালিয়ে একটি শর্টগান রাইফেল উদ্ধার করে সেনা বাহিনী। অপরদিকে গত ১৬ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে একই ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গল থেকে তল্লাশী চালিয়ে একটি কাটি রাইফেল বিডি-০৮ উদ্ধার করে সেনা বাহিনী ২৮ ইস্ট বেঙ্গলের ২টি বিশেষ টহল টিম।
উদ্ধারকৃত দুইটি অস্ত্রই নরসিংদী জেলা কারাগারের লুণ্ঠিত অস্ত্র।

 

এদিকে, গত ১১ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ২৮ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ টহল টিম রায়পুরা থানার দিকে যাচ্ছিল। এসময় রায়পুরার মেথিকান্দা এলাকা অতিক্রম করার সময় পার্শ্ববর্তী একটি রাস্তা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে একদল ডাকাতকে যেতে দেখে ওই টহল টিম। পরে ওই ডাকাত দলকে ঘেরাও করার চেষ্টা করলে সেনা বাহিনীর সদস্যদের দেখে বিভিন্ন স্থানে ৩টি দেশীয় একনলা বন্দুক রেখে পালিয়ে যায়। এসময় ৩টি দেশীয় একনলা বন্দুক জব্দ করে সেনা বাহিনীর সদস্যরা।

 

এছাড়া গত ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী বড় বাজার মসজিদের পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২৬ রাউন্ড রাবার বুলেট উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী ২৮ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ টহল টিম।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর