বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

হার্ট, লিভার সুস্থ রাখতে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে অলিভ অয়েল, রাইস বার্ন, সয়াবিন এবং সানফ্লাওয়ার ভোজ্য তৈল ব্যবহার করুন।

নিউজ ফাস্ট বিডি ডটকম / ২৬০
প্রকাশকাল সোমবার, ১০ জুন, ২০২৪

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদী’র অয়েলিছ ইন্টারন্যাশনাল লিমিটেড ১০০% থাইল্যান্ড থেকে সরাসরি আমদানীকৃত অলিভ অয়েল, রাইস বার্ন, সয়াবিন এবং সানফ্লাওয়ার ভোজ্য তৈল সরবরাহকারী প্রতিষ্ঠান। অয়েলিছ ইন্টারন্যাশনাল তৈল শতভাগ কোলেস্টেরল, ফ্যাট ও সুগার ফ্রি।

এতে রয়েছে ভিটামিন এ, ওমেগা- ৩, ওমেগা- ৬ এবং ওমেগা- ৯। এরমধ্যে ওমেগা- ৩ হৃদরোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এবং বিপজ্জনক কোলেস্টেরলের মাত্র নিয়ন্ত্রণ করে।
এছাড়া হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ওমেগা- ৬ ও ওমেগা- ৯ ফ্যাটি এসিড আমাদের মেটাবলিজম ঠিক রাখে। সেই সঙ্গে মস্তিস্কের কার্যকলাপ ঠিক রাখে। হাড় ক্ষয়রোধ করে ও হাড় গঠনে সাহায্য করে এবং প্রজনন ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
তাই আপনার সুস্থতার জন্য রান্নায় নিশ্চিন্তে এই তৈল ব্যবহার করতে পারেন। এতে আপনি ও আপনার পরিবার থাকবে সুরক্ষিত, থার্মেক্স_গ্রুপ পরিচালনায় এই তৈল বাজারজাত করা হচ্ছে। এবং
এই তৈলের লভ্যাংশ থেকে বাইতুল ফাতাহ জামে মসজিদের সম্পূর্ণ খরচ বহন করা হবে।
তৈলের মূল্যঃ
সয়াবিন ১ লিটার = ৩২০ টাকা
সয়াবিন ২ লিটার = ৬৩০ টাকা
রাইছ বার্ন ১ লিটার = ৩৩০ টাকা
বিক্রয় স্থান ঃপ্রাইম হাসপাতালের পশ্চিম পাশে _ জনাব কাদির মোল্লা’র অর্থায়নে নির্মিত “বাইতুল ফাতাহ জামে মসজিদ সংলগ্ন,,তরোয়া, নরসিংদী।
বিঃদ্রঃ এই তৈল অন্যান্য তৈল অনুযায়ী রান্নায় ৩০% কম ব্যবহৃত হয়।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর