বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই- পাটমন্ত্রী

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৪৬৪
প্রকাশকাল শনিবার, ১ জুন, ২০২৪

  1. নরসিংদী প্রতিনিধি:

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই। এজন্য সবকিছু করা হবে। গত কয়েক দশকে পাট চাষ উল্লেখযোগ্য হারে কমেছে। বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালুর চেষ্টা চলছে। সেগুলো চালু হলে পাটের চাহিদা বাড়বে এবং কৃষকরা পাটের ন্যায্যমূল্য পাবেন।’

শনিবার (০১ জুন) দুপুরে নরসিংদীতে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। পৌর মাঠে আয়োজিত এই মেলা চলবে ৩ মে সন্ধ্যা পর্যন্ত। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখে মন্ত্রী বলেন, ‘এই মেলা পাটের বহুমুখী ব্যবহার সম্পর্কে জানান দেবে। পাট পণ্যের প্রসার ঘটাবে।’

পাট অধিদফতর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। এতে পাটের তৈরি থলে, সিকা, ক্রাফট, শো পিস, পাটের জুতাসহ অন্তত ২০০ ধরনের পণ্য স্থান পেয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা অর্ধশতাধিক উদ্যোক্তা ৩০টি স্টলে তাদের তৈরিকৃত পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর