শেখ হাসিনা ব্রিজ এই অঞ্চলের মানুষের জিবন যাত্রার মান বদলে দিয়েছে।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
শেখ হাসিনা ব্রিজ এই অঞ্চলের মানুষের জিবন যাত্রার মান বদলে দিয়েছে। দেশের উন্নয়ন যে কতোটা জরুরী তার বহিঃপ্রকাশ এই ব্রিজ। এই ব্রিজের কারণে শুধু যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয়নি, সামাজিক, অর্থনৈতিক অবস্থার ও ব্যাপক পরিবর্তন হয়েছে। স্বাবলম্বী হয়েছে কয়েক হাজার পরিবার। তাই আমাদের এই সরকারের উন্নয়নকে অস্বীকার করার কোন উপায় নাই, টপটেন লাউঞ্জ এর আলোচনা সভা খ, ম, কামরুল ইসলাম সঞ্চালনায় সরোয়ারদী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা গুলো বলেন নরসিংদী”র কৃতি সন্তান শাহ নওয়াজ দিলরুবা খান অতিরিক্ত সচিব শিক্ষা মন্ত্রনালয়, তিনি আরো বলেন আজ টপটেন লাউঞ্জের শুভ উদ্বোধন করা হলো। আমরা আশা করি অল্প মূল্যে মানসম্মত খাবার পরিবেশন হবে। এবং এই টপটেন লাউঞ্জের সুনাম দেশ ব্যাপী ছড়িয়ে পরবে, এটা আমার দৃঢ বিশ্বাস, এ সময় আরো উপস্থিত ছিলেন
সৈয়দ আমিরুল ইসলাম শামীম, আরএমও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ, সাবেক অধ্যাক্ষ নরসিংদী সরকারী কলেজ, একেএম শাহজাহান, সাবেক শিক্ষা অফিসার, বিশেষ অতিথি বাবু দেব প্রদ সাহা, সাটির পাড়া কে কে ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজ, মঞ্জিল এ মিল্লাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল, সমাজ সেবক কাজি আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুর রশিদ, বিশিষ্ট শিল্পপতি নুরুজ্জামান ইকবাল, আওলাদ হোসেন স্বত্বাধিকারী টপটেন লাউঞ্জ।