রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের অভিযোগে নারীসহ জামায়াতে ইসলামীর ৪ নেতাকর্মী আটক

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদীতে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের অভিযোগে নারীসহ জামায়াতে ইসলামীর ৪ নেতাকর্মীকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
২৮ জুলাই দিবাগত রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে জামায়াত নেতা মাহফুজুর রহমান এর গাবতলীস্থ গ্রীন হাউস এর দ্বিতীয় তলায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করার সময় জামায়াতে ইসলামীর চারজন নেতাকর্মীকে ২১ টি বিভিন্ন ধরনের জামায়াত ইসলামীর বই এবং জামায়াতে ইসলামীর সদস্যদের নিকট হতে ৩১টি চাঁদা আদায়ের রশিদবই সহ গ্রেপ্তার করে বলে জানা যায়
গ্রেপ্তার কৃতরা হলো নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর রোকন মাহফুজুর রহমান (৪৮), মোহাম্মদ আনিসুর রহমান (৫২), নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর কর্মী মাসুদা আক্তার (৩৮) ও রবিউল ইসলাম (৩০)।সহ আরো ১৫-২০ জন নেতাকর্মী রাষ্ট্রকে অস্থিতিশীল করা, জনমনে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে বর্তমান সরকার বিরোধী কার্যকলাপ সহ ধ্বংসাত্মক কর্মকান্ড করার জন্য একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের গোপন পরিকল্পনা কালে নরসিংদী মডেল থানা পুলিশ তাদেরকে বিভিন্ন বই এবং জামায়াতে ইসলামীর কর্মকান্ড পরিচালনা করার জন্য আর্থিক লেনদেন এবং চাঁদা আদায়ের রশিদ বইসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান একজন ব্যাংকার, মোহাম্মদ আনিসুর রহমান এবং রবিউল ইসলাম মাদ্রাসায় শিক্ষক , অপর গ্রেপ্তারকৃত নারী মাসুদা আক্তার মাহফুজুর রহমানের স্ত্রী। তারা দীর্ঘ দিন যাবৎ গাবতলী এলাকায় বসবাস করে গোপনে জামায়াতে ইসলামীর কার্যক্রম পরিচলানা করে আসছে। এব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় গ্রেপ্তারকৃত
০৪ জনসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩৫/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।