মাধবদীর টাটাপাড়ায় তিতু খাঁ রোডের উদ্বোধন

মনিরুজ্জামান, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে মাধবদীর টাটাপাড়ায় তিতু খাঁ রোডের উদ্বোধন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরে টাটাপাড়ায় নবনির্মিত তিতু খাঁ রোডে আয়োজিত সভায় মাধবদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাটাপাড়া ডঃ রফিকুল ইসলাম খান হাসপাতালের জমি দাতা, এন.আর.বি.সি ব্যাংকের পরিচালক ও তিতু খা রোডের অর্থদাতা ডঃ রফিকুল ইসলাম খান।
সভাপতির বক্তব্যে ড. রফিকুল ইসলাম খান বলেন, টাটাপাড়া খানবাড়ির পূর্বপূরুষ ছিলেন তিতু খাঁ। তিনি আনুমানিক ১৮৫০ সালের দিকে টাটাপাড়া এলাকায় বসতি স্থাপন করেন। তিতু খাঁর পূর্বপুরুষ বংশধররা ইরাক হতে তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আগমন করেন। বর্তমানে টাটাপাড়া খানবাড়ির সদস্যগন তিতু খাঁর পরবর্তী বংশধর। তিতু খাঁর বসতি স্থাপন হতে আরম্ভ করে পৌনে দুই শত বৎসর গত হয়েছে।
তিতু খাঁ সম্পর্কের দিক থেকে ডা. রফিকুল ইসলাম এর দাদার দাদা। তাই তিনি তার দাদার দাদাকে স্মরণীয় করে রাখতে তার নিজ অর্থায়নে ২০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট একটি কংক্রিটের রাস্তা নির্মান করে ‘তিতু খাঁ রোড’ হিসাবে রাস্তাটির নামকরন করেন।
এ সময় তাজুল ইসলাম, সোনার বাংলা কটন মিলস লিঃ এর সাবেক পরিচালক মোঃ নুরুল ইসলাম, টাটাপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারি মোঃ ছবির মিয়া, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সুলতান উদ্দীন, টাটাপাড়া পঞ্চায়েত কমিটির সদস্য হাবিবুর রহমান, রুবেল খান, আঃ রশিদ মিয়া, মোঃ মোতালিব, মোঃ নুরুল আমিন, আঃ বাতেন, ইয়াকুব মিয়া, অনিক প্রধান প্রমূখ উপস্থিত ছিলেন।