বয়স্ক-বিধবা-প্রতিবন্ধীরা এখন পরিবারের বোঝা নয়

এসএম জাকির চন্দনাইশ
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,
১৯১৭ সালে বঙ্গবন্ধু, ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা চালু করেছিলেন। প্রথম পর্যায়ে ১’শ
টাকা করে ভাতা দেয়া হলেও পর্যায়ক্রমে সর্বোচ্চ সাড়ে ৮’শ টাকা
ভাতা প্রদান করা হচ্ছে। যা অতীতের সরকারগুলো বন্ধ করে দিয়ে সাধারণ
মানুষের পাশে ছিল না। সরকারের সে ঋণ পরিশোধ করতে আগামী
নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। বয়স্ক,
বিধবা, প্রতিবন্ধীরা ভাতা পাওয়ার কারণে এখন পরিবারের বোঝা নয়।
বর্তমান প্রধানমন্ত্রী সকল স্তরের জনগণের চিন্তায় মন্ত্রী এমপিদের
চেয়ে সবার উর্ধ্বে।
গতকাল ১ সেপ্টেম্বর (শুক্রবার) কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে
জাহাঁগিরিয়া সুফিয়া সুন্নিয়া মাদরাসা মিলনায়তনে চন্দনাইশে
সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের স্বশরীরে উপস্থিতির
মাধ্যমে লাইভ ভেরিফিকেশন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা
কার্যালয়ে ব্যবস্থাপনায়, উপজেলায় বয়স্ক ভাতাভোগী ৮ হাজার, বিধবা ৩
হাজার, প্রতিবন্ধী ৪ হাজার ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে
জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে এ কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব
নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান আবদুল
শুক্কুর, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল
চৌধুরী। সমাজসেবা ফিল্ড সুপারভাইজার শফিউল আজিমের সঞ্চালনায়
আলোচনায় অংশ নেন আ’লীগ নেতা ওসমান গণি, হেফাজুল করিম,
মেম্বার জাহাঙ্গীর আলম, মেম্বার আনিসুল ইসলাম প্রমুখ।