পবিত্র ঈদ- ই মিলাদুন্নবী( সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ) ছাহেবের স্থালাভিষিক্ত পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ এর উদ্যেগে সারা দেশে মাস ব্যাপী বিশাল আজিমুশ্বান ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ নরসিংদী জেলার আয়োজনে নরসিংদী নতুন বাসস্ট্যান্ড মাঠে এক বিশাল আজিমুশ্বান ইসলামী জলছার অনুষ্ঠিত হয়। উক্ত আজিমুশ্বান ইসলামী জলছা আছর নামাজ হইতে মধ্য রাত পর্যন্ত ফরজ,নফল,বন্দেগীসহ তরিকতের বিশেষ অজিফা কালাম,জিকির আয়কারসহ বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকে বরেণ্য ওলামায়ে কেরামগন পবিত্র ঈদ – ই মিলাদুন্নবী( সাঃ) এর তাৎপর্য তুলে ধরে মূল্যবান বয়াণ পেশ করেন। এবং পাশাপাশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ অনুষ্ঠিতব্য আসন্ন মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ উদযাপনের জন্য উপস্থিত সবাইকে নরসিংদী জেলার আপামর জনসাধারণকে দাওয়াত প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সফিউদ্দিন ভূইয়া, মোঃ মোস্তফা ভূইয়া, সোহেব হোসেন ভূইয়া, আলী শাহ আকন্দ, ও সুমন আকন্দ