বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৩৬৮
প্রকাশকাল শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ, নরসিংদী মডার্ন নার্সিং ইনস্টিটিউট ও নরসিংদী আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের সকল ছাত্র-ছাত্রী বৃন্দ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পৃথক পৃথকভাবে ঢাকা -সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় মানববন্ধন শেষে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে জড়ো হয়ে বিভিন্ন দাবি আদায় ও নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।


মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং একটি আন্তর্জাতিক মহৎ পেশা। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত রেজিস্টার্ড নার্স,মিডওয়াইফ ও নার্সি শিক্ষার্থীরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনে সরাসরি অংশগ্রহন করে এবং এই সংগ্রামে গুলিবিদ্ধ ও গ্রেফতার হওয়া সহ আন্দোলনে আহত শিক্ষার্থীদের সেবায় সম্বৃদ্ধ ভূমিকা পালন করেছে ।
নার্সরা জীবনের ঝুকি নিয়ে ছাত্রদের জীবন বাঁচিয়েছে। হাসপাতালে নার্সদের প্রত্যক্ষ ভূমিকা না থাকলে মৃত্যু সংখ্যা হয়তো দ্বিগুন হতো। করোনাকালীন সময়েও নার্সরা প্রথম সারির সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছেন। ছাত্র আন্দোলন ছাড়াও করোনা মোকাবেলা, শতভাগ ভ্যাকসিন প্রদান, ডেঙ্গু ও ডায়রিয়া প্রকোপের মতো দেশের যেকোনো সংকটকালে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নার্সদের এই অসামান্য ও কঠোর পরিশ্রমে বাংলাদেশের স্বাস্থ্যখাত আজ বিশ্বের দরবারে প্রশংসনীয়।


নার্সিং এর বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসন এবং সেবার মান অধিকতর উন্নয়নের লক্ষ্যে ১৯৭৭ সালে পৃথক সেবা পরিদপ্তর প্রতিষ্ঠা করার মাধ্যমে নার্সিং একটি স্বতন্ত্র পেশা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।
২০১৬ সালে সেবা পরিদপ্তরকে নার্সিং ও মিডওয়াইফারি অহিপ্তরে উন্নীত করা হয়। অধিদপ্তরে উন্নীত হওয়ার পর থেকে মহাপরিচালক পদে সরকারের একজন অতিরিক্ত সচিবকে পদায়ন করা হয় এবং পরিচালক পদগুলোতে যোগ্য ও দক্ষ নার্সণণকে পদায়নের কথা থাকলেও জবরদখলের মাধ্যমে সরকারের উপসচিবদের পদায়ন করার মাধ্যমে নার্স সমাজকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়।
গত ০৮ সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সিংকে একটি নিম্নমানের চাকুরী/পেশা হিসাবে হেয় প্রতিপন্ন করে এবং শেখ হাসিনা আমাদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা প্রদান করে ভুল করেছেন বলে উপহাস ও কটূক্তি করে । যার ফলে সর্বস্তরের নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।তার এহেন গর্হিত আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাকে অপসারণের দাবি জানান তারা।


নরসিংদীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে নরসিংদী সদর হাসপাতালেও মানববন্ধন করেন হাসপাতালের নার্সিং কর্মকর্তাসহ বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এসময় মাকসুরা নূরের অপসারন সহ উক্ত সকল পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাগণকে পদায়ন না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর