বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নরসিংদী রায়পুরায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যের রক্তাক্ত মরদহ উদ্ধার।

নিউজ ফাস্ট বিডি ডটকম / ২০৮
প্রকাশকাল বুধবার, ২৫ জুন, ২০২৫

সফিকুল ইসলাম রিপন | নরসিংদী-
নরসিংদী রায়পুরা জাহিদুল ইসলাম জুয়েল ৩৫ নামে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যের রক্তাক্ত মরদহ উদ্ধার করেছেন পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাইরের পাড় এলাকার একটি কাঠ বাগান থেকে তার মরেদহ উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ।
নিহত জাহিদুল ইসলাম জুয়েল ৩৫ রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়া কান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে জুয়েল। তিনি একসময় বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন তবে বর্তমানে তিনি চাকরিচ্যুত ছিলেন বলে জানা যায়।

স্থানীয়রা জানায় সকাল সারে নয়টার দিকে চান্দের কান্দি দাইরের পাড় ব্রিজ সংলগ্ন কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরহেদ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করে মৃত দেহটি ফেলে রেখে যায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি এ ঘটনায় এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল থানার ওসি এবং নরসিংদী পিবিআই এর সদস্যরা। নিহত জুয়েলের বাবা নুরুল ইসলাম এই বিষয়ে কোন কথা করতে রাজি হননি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ বলেন নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছিদ্র ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে এটি একটি হত্যাকান্ড বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত হচ্ছে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে আশা করছি দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর