শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত

নরসিংদী মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৬০৯
প্রকাশকাল শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

সফিকুল ইসলাম রিপন : নরসিংদী
নরসিংদী মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের জুনিয়র সার্টিফিকেট এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪) সকাল ১০টায় শহরের মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ফররুখ আহমদ’র সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, নরসিংদী বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, নরসিংদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক সরকার, স্কুল পরিচালনা কমিটির সদস্য বাহাউদ্দীন আহম্মেদ, মীর খালেদ হাসান তারেক, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম রিপন, বিদ্যালয় প্রতিষ্ঠাতার তনয়া মীর ফারহানা হক। এছাড়া উপদেশ মূলক বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, দেবজিৎ আচার্যসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় ছাএ/ ছাএীদের পক্ষ থেকে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, ‘এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার, এই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নরসিংদী ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর প্রতীক। তোমরা অত্র বিদ্যালয়ের গর্বিত ছাত্র-ছাত্রী। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো ফলাফল করে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার দৃঢ বিশ্বাস’। তিনি এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ৫০০০ টাকা এবং অষ্টম শ্রেণির বৃত্তি জিপিএ-৫ প্রাপ্তদের ১০ হাজার টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা ব্যক্ত করেন। সমাপনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুজ্জামান। অনুষ্ঠানের শেষাংশে মোনাজাত পরিচালনা করেন মুফতি নাজমুল হাসান।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর