বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীর বেলাব স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীরা উচ্ছাসিত শিক্ষার প্রসারে যুগান্তকারী পদক্ষেপ। নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৮
প্রকাশকাল মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি, সাংবাদিক সৈয়দ মশিউর রহমান সেলিম গতকাল সোমবার বিকাল সাড়ে ৫ টায় রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে নরসিংদীর সাংবাদিক মহল, পরিবার এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় রাঙ্গামাটি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে শত শত শোকার্ত মানুষ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জানাজার আগে মরহুমের জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ। বক্তারা অশ্রুসিক্ত নয়নে বলেন, মরহুম মশিউর রহমান সেলিম ছিলেন একজন পরোপকারী, সমাজসেবী, নির্ভীক সাংবাদিক এবং ধর্মপ্রাণ ব্যক্তি। সমাজের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
জানাযার পর শোকাবহ পরিবেশে ইসলামী রীতি অনুযায়ী মরহুমের মরদেহ রাঙ্গামাটিয়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। দাফনের সময়ও অসংখ্য মানুষ উপস্থিত থেকে প্রিয়জনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তিনি এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুম মশিউর রহমান সেলিম-এর পরিবার তাঁর জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং সকলের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া চেয়েছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি নরসিংদীর সাংবাদিক মহল ও সুধীজন গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর