নরসিংদী জেলা পুলিশের অভিযানে ১টি চোরাই সিএনজি ও মোটরসাইকেল উদ্ধার; আটক ৪

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ১ চোরাই সিএনজি ও ১ টি চোরাই মোটর সাইকেলসহ ৪ জন এবং ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজা উদ্ধার সহ মোট ৭ জন এবং বিভিন্ন অপরাধে মোট ৩৩ জনসহ মোট ৪০ জন গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বুধবার (১৮ অক্টোবর ২০২৩) সন্ধ্যা সোয়া ৬ টায় মনোহরদী থানার কাচিকাটা এলাকা থেকে ১ টি চোরাই সিএনজি ও ১ টি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, মো. ইকবাল (২৫), ইকবাল হোসেন (৩০), ইকবাল (৫০), মো. মাসুদ মিয়া (৪৫)।
এছাড়া জেলা গোয়েন্দা শাখা একই দিনে সন্ধ্যা ৬ টায় নরসিংদী মডেল থানার বীরপুর এলাকা থেকে ২১০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, সোহরাব ওরফে সোরাব (৪২), মো. শামীম মিয়া (৩৫)। নরসিংদী মডেল থানা পুলিশ সন্ধ্যা ৬ টায় দাসপাড়া এলাকা থেকে ৩ কেজি গাঁজা সহ পারুল বেগম ওরফে রন্তা সুন্দরী (৫৫) নামের ১ জনকে গ্রেফতার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন জানান, অন্যান্য ইউনিট বিভিন্ন অপরাধে মোট ৩৩ জনকে গ্রেফতার করেন। উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ মোট ২৪ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।