নরসিংদী জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদীতে জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের প্রাণ কেন্দ্র জেলা শিল্পকলা একাডেমিতে জেলা জাতীয় পার্টির আহবায়ক সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে সদস্য সচিব আলহাজ্ব ওমর ফারুক মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ কাদের এমপি (চেয়ারম্যান জাতীয় পার্টি ও বিরোধী দলীয় উপনেতা) প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি (মহাসচিব জাতীয় পার্টি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, আলমগির সিকদার লোটন, হাবিবুর রহমান ভূইয়া,মোজাম্মেল হক লাভলু, হেনা খান পন্নি, মোহাম্মদ মনির হোসেন, নেওয়াজ আলী ভূইয়া, আবুল হাসনাত মাসুম, ফররুখ আহমদ সহ আরো অনেকে , প্রধান অতিথি বলেন সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, মেঘা প্রজেক্টর নামে মেঘা দূর্নিতী করে দেশ আজ দেউলিয়ার পথে, কয়লা ক্রয় করতে পারছেনা, ডলার সংকট, পায়রা বিদ্যুৎ কেন্দ্র আজ বন্ধ হয়ে যাবে। আবার তারাই বলে দেশ নাকি মধ্যম সারির দেশে পরিণত হয়েছে চাঁপা দিয়ে দেশ চলেনা। দেশ চালাতে দক্ষতা লাগে