নরসিংদীস্থ রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবে শোকাবহ আগষ্টে শোক পালন ও ক্লাব সদস্যদের পরিচয় পত্র বিতরণ

একঝাঁক তরুন উদ্যমী সংবাদকর্মীদের নিয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত ‘রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব’ এ শোকাবহ আগস্টে শোক পালন উপলক্ষে মতবিনিময় সভা ও ক্লাবের সকল সদস্যদের পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ০১ আগষ্ট ২০২৪ (বৃহস্পতিবার) বিকাল ৪.০০ টায় ঘাতকের নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়ে নিহত হওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। মত বিনিময় ও আলোচনা শেষে ‘রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব’ এর অন্তর্ভুক্ত সকল সাংবাদিকদের পরিচয় পত্র উপস্থিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পড়িয়ে দেন।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম রিপনকে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অজয় সাহা ও উপদেষ্টা বশির আহমেদ মোল্লা।
রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম প্রধান অতিথির আসন অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন পলাশ, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক এম. ওবায়েদুল কবীর, কার্যনির্বাহী সদস্য মাহাবুবুল আলম লিটন ও এসআই রকিবুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা টিএইচ আজাদ কালাম, ফজলুল হক চৌধুরী খোকা, তৌফিকুল হক, সহ সভাপতি পাভেল মাহমুদ, কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ, সাহিত্য সম্পাদক দিদার মিয়া, কার্যকরী সদস্য ফয়সাল আহমেদ, তাসলিমা আক্তারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।