নরসিংদীস্থ বাঞ্ছারামপুর এসোসিয়েশনের পরিচিতি সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত।

নরসিংদী প্রতিনিধি :
‘সম্প্রীতির বন্ধনে গড়ি আপন শেকড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচিতি সভা ও প্রীতি সম্মিলন করেছে নরসিংদীস্থ বাঞ্ছারামপুর এসোসিয়েশন। অনুষ্ঠানটি নরসিংদীস্থ বাঞ্ছারামপুর এসোসিয়েশনের সদস্য সচিব হারুন অর রশীদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক মোতাহার হোসেন অনিক। এ সময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি, আমানত শাহ্ গ্রুপের চেয়ারম্যান মো. হেলাল মিয়া, খুলনা বিভাগের দুদক পরিচালক জালাল আহাম্মদ স্বপন।
নরসিংদীর ড্রিম হলিডে পার্কে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মমিন মিয়া, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল সরকার, মোঃ খবির উদ্দিন, সহ আরো অনেকে
এসময় নরসিংদীতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৬শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।