নরসিংদীর সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় নরসিংদীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান বলেন, গণঅভ্যুত্থানে উদ্ভুত পরিস্থিতির নিরিখে পুলিশকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সে সমস্ত চ্যালেঞ্জ উত্তরণের জন্য পুলিশকে জনতার আস্থার প্রতিকে পরিণত করা এবং জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌছে দেয়া হবে। জনগণকে প্রদত্ত সেবার মান কাঙ্খিত পর্যায়ে নিয়ে যওয়ার জন্য পুলিশের অভ্যন্তরীণ শৃংখলা নিশ্চিত করা হবে এবং যে কোন প্রকার দুর্নীতির প্রতি শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করা হবে। পুলিশের কর্মকান্ডে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য পুলিশকে যেমন সমাজের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে, ঠিক তেমনিভাবে সমাজের সকলকে আইন শৃংখলা নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
নবাগত পুলিশ সুপার অতীত সময়ে পুলিশের কিছু সংখ্যক অতি উৎসাহি দলপ্রীতিবাজ কর্মকর্তার কার্যক্রমের জন্য সকল পুলিশ সদস্যকে দায়ী না করার আহবান জানান। দলবাজ পুলিশ কর্মকর্তাদের কার্যক্রম পুলিশকে বিতর্কীত করেছে। এ বিষয়ে তিনি পুলিশের অতীত কর্মকান্ড ভুলে গিয়ে সকলকে সহযোগিতা করার আহবান জানান।
মতবিনিময় সভায় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়, সাংবাদিক আব্দুর রহমান ভূইয়া, মোস্তফা কামাল সরকার, মোর্শেদ শাহরিয়ার, মাখন দাস, এম.এ. আউয়াল, হুমায়ুন কবীর শাহ, আসাদুল হক পলাশ, বেনজির আহমেদ বেনু প্রমুখ বক্তব্য রাখেন।