বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নরসিংদীর বেলাবতে ইউপি চেয়ারম্যান ও সাবেক স্কুল শিক্ষকের দ্বন্ধ অতঃপর মামলা

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫৪০
প্রকাশকাল শুক্রবার, ১৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদীর বেলাব উপজেলার চরবেলাবরের ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি( ৭০) এবং সাবেক স্কুল শিক্ষকের দ্বদ্ধ অতঃপর আদালতে মামলা। ভয়ে আব্দুল আউয়াল (৭০) নামে সাবেক এক স্কুল শিক্ষক বাড়িঘরে তালা দিয়ে তার পরিবার নিয়ে পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছে।
এঘটনায় ভুক্তভোগী আব্দুল আউয়াল মাস্টার নরসিংদী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, মামলা নং ৩৬/২০২৩
মামলা সূত্রে জানা যায়, গত (২৮ এপ্রিল) বিকেল ৫ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ আলী সাফি(৭০), তার ছেলে রাশেদ (৩০) ও অজ্ঞাত ৪/৫ জনের দলবল সহ ভুক্তভোগীর বসত বাড়িতে দা, ছুড়ি, বল্লম ও চাপাতি সহ জোরপূর্বক অনুপ্রবেশ করে।এসময় তারা আব্দুল আউয়াল মাস্টার ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলতে উদ্যত হয়।এসময তারা ভয়ে ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসলে তারা তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফির কাছে জানতে চাইলে তিনি দৈনিক স্বাধীন সংবাদকে বলেন, আব্দুল আউয়াল মাস্টার মূলত একজন আদম ব্যবসায়ী।
সে বিদেশ পাঠানোর নাম করে অনেককে সর্বশান্ত করে দিয়ে নিজে টাকার পাহাড় গড়েছে।ভৈরবসহ বিভিন্ন স্থানে তার একাধিক বাড়ি রয়েছে। আব্দুল আউয়াল ও তার ছেলে আমার ছেলে রাশেদকে ভালো ভিসায় ইটালি নেয়ার কথা বলে কৃষি ভিসায় ইটালি নিয়ে কোন চাকুরী দিতে পারেনি। অবশেষে সেখানে ৫/৬ মাস মানবেতর জীবন-যাপন করে আমার ছেলে দেশে ফিরে আসে।
দেশে আসার পর আমার ছেলের সাথে ছলচাতুরির কারণ জানতে চেয়ে টাকা ফেরত চাইলে সে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে যার সাথে আমরা আদৌ জড়িত নই। সে আমার ছেলেকে বিদেশ পাঠিয়ে আমার কোটি টাকার ক্ষতি করেছে। সে শুধু আমার নয় আশেপাশের এলাকার কয়েক শতাধিক পরিবারের কাছ থেকে ইটালি পাঠানোর নামে টাকা নিয়ে তাদের পথে বসিয়ে দিয়েছে। একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান হিসেবে বিদেশ নেওয়ার নামে মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণা করায় এলাকাবাসীর পক্ষ থেকে আউয়াল মাস্টারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। তিনি আরো বলেন একজন শিক্ষক কিকরে আদম ব্যবসায় জড়িত হয় তা আমার বোধগম্য নয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ এর কাছ থেকে জানতে চাইলে এবিষয়ে তিনি অবগত নন বলে জানান।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর