শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত

নরসিংদীতে ৬০ লক্ষ টাকা ছিনতাই মামলার ৩আসামী সহ ১৬ লক্ষ টাকা উদ্ধার।

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৩৫০
প্রকাশকাল মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদীতে নগদের ৬০ লক্ষ টাকা ছিনতাই মামলার ১৬ লক্ষ টাকা উদ্ধার এবং ৩ জন আসামি গ্রেফতার সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার শালিধা এলাকার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া, চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর এলাকার মৃত লিটন মিয়ার ছেলে হৃদয় ও পলাশ থানার ইছাখালী এলাকার মোশারফ এর ছেলে সোলায়মান।
মঙ্গলবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কনফারেন্স হল রুমে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৪ এপ্রিল নরসিংদীর রায়পুরায় অজ্ঞাতনামা আসামিরা ফাইনান্সিয়াল সার্ভিস নগদ এর দুই এজেন্টকে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পরে গত ৬ এপ্রিল রায়পুরা থানায় ৩৯৪ পেনাল কোড এর ধারায় রায়পুরা থানায় মামলা নং ০৮ এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শিরপুর কলেজ গেট মোড় হতে ঘটনার সাথে জড়িত হৃদয় ও সোলাইমান মিয়াকে আটক করে এবং তাদের কাছ থেকে নগদের লুষ্ঠিত টাকার মধ্য হতে নগদ ২ লক্ষ টাকা এবং মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় হতে ঘটনার সাথে জড়িত বিধান মিয়াকে আটক করে নগদ ১৪ লক্ষ টাকা সহ মোট ১৬ লক্ষ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর