নরসিংদীতে ‘হ্যালোথেন এবং এর বিকল্প আইসোফ্লোরেন’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

নরসিংদীতে ‘হ্যালোথেন এবং এর বিকল্প আইসোফ্লোরেন’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার করেছে সোসাইটি অব এনস্থেসিওলজিস্ট এন্ড সার্জন (সাস)। ডা. অসীম কুমার ভৌমিকের সার্বিক ব্যবস্থাপনায় সভাপতিত্ব করেন প্রফেসর এসএম মাহবুবুল আলম।
মঙ্গলবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে ইউনিমেড ইউনিহেলথ এর সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘হ্যালোথেন এবং এর বিকল্প আইসোফ্লোরেন’ বিষয়ে সেমিনার উপস্থাপন করেন, ঢাকা মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট ডা. সুখরঞ্জন সাহা।
সেমিনারে প্যানেল অফ এক্সপার্টে নেতৃত্ব দেন সার্জনদের টিম লিডার অধ্যাপক সুবিনয় কৃষ্ণ পাল, এনেস্থেটিস্টদের টিম লিডার অধ্যাপক এসএম মাহবুবুল আলম এবং ক্লিনিক মালিক সমিতির টিম লিডার ডা. এহতেশামুল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র সবেক সভাপতি ডা. গোলাম দাস্তগীর ও বিএম’র সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. পলি সাহা।
এসময় নরসিংদী জেলার ক্লিনিক মালিক, সকল এনস্থেটিস্ট ও সার্জনসহ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।