নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন
নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত কম্বাইন্ড অপারেশন পরিচালনা করা হবে—এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি, পিএসসি (অব.)। বুধবার দুপুরে নরসিংদী পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে নরসিংদী পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন তিনি। এসময় ৫ আগস্টের পূর্ববর্তী ছাত্র–জনতা আন্দোলনসহ মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারানো শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরিদর্শনকালে তিনি পুলিশ হাসপাতাল, আবাসন, অস্ত্রাগার, রেশন স্টোর, রান্নাঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন। পাশাপাশি জেলা কারাগারের অস্ত্রাগার, বন্দিদের সাক্ষাৎকার কক্ষ, খাদ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান—কারাগারে বন্দিদের খাবারের মান উন্নত হয়েছে কিনা সেটা মূলত আমি দেখেছি।নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ করে রায়পুরার চলাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে।








