নরসিংদীতে মহান মে দিবস অনুষ্ঠিত

মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখা আলোচনা সভা আয়োজন করেন, উক্ত আলোচনা সভা নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সফল মেয়র জননেতা আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল,
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও প্যানেল মেয়র জনাব নূর মোহাম্মদ খন্দকার পারভেজ,
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সকল শ্রমিক ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় দোয়া পরিচালনা করেন নরসিংদী শহর জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি কাজী ইসমাইল হোসাইনী, প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার, শেখ হাসিনার সরকার শ্রমিকদের জিবন যাত্রার মান উন্নয়নের সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, আগামী জাতীয় সাংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দিন।