নরসিংদীতে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

নরসিংদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ‘মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নরসিংদী মডেল থানার গোল ঘরে এ সভার আয়োজন করে জেলা পুলিশ ও সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পু্লিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দু্ল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন সাহা মহাদেব, নজরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
সভায় বক্তারা, ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন।
এসময় ২৫ মার্চ কালরাতে ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।